অবশেষে মুম্বই থেকে উদ্ধার অপহৃত নাবালিকা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jul 23
- 1 min read
টিউশন পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল নাবালিকা। এই ঘটনার পরিবারের লোকজন পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, তারপরেও পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসেছিল। মেয়েকে ফিরে পেতে ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন ওই নাবালিকার মামা। আদালত পুলিশকে সক্রিয় হতে নির্দেশ দেয়। অবশেষে প্রায় দেড় মাস পর মুম্বইয়ের থানে থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ব্লকের একটি গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে ওই নাবালিকা টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। এরপর থেকে আর খোঁজ মেলেনি ওই নাবালিকার। ওই নাবালিকার বন্ধুদের থেকে খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, সেদিন ওই নাবালিকা টিউশন পড়তে যায়নি। পরিবারের তরফে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়ারি করা হয়। চারিদিকে খোঁজখবর নিতে নিতে পরিবারের লোকজন একসময় জানতে পারেন, পার্শ্ববর্তী গ্রামের এক যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছে। এরপর পরিবারের তরফে ওই যুবকের নামে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।

নাবালিকার মামা জানান, খোঁজখবর নিয়ে জানতে পারি, ভাগ্নিকে এক যুবক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে৷ নিশ্চিত হওয়ার পর আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানাই। পুলিশ ওই যুবকের মাকে আটক করে নিয়ে যায়। পরদিন তাঁকে ছেড়েও দেয়। এরপরেই আমি কলকাতা হাইকোর্টে গোটা ঘটনা জানিয়ে মামলা রুজু করি৷ অবশেষে হাইকোর্টের নির্দেশে পুলিশ আমার ভাগ্নিকে মুম্বইয়ের থানে থেকে উদ্ধার করে এনেছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments