top of page

রথের মেলায় অপহরণ, সকালে উদ্ধার নাবালিকা ছাত্রী

Updated: Sep 19, 2020

রথের মেলা থেকে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল ওল্ড মালদায়। এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার পরিবার। আজ সকালে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।



ওল্ড মালদার সাহাপুরের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠে। পরিবারের লোকজনের অভিযোগ, গতকাল সাহাপুর সেতুতে বান্ধবীর সঙ্গে মেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময় বান্ধবীকে ধাক্কা দিয়ে ওই নাবালিকাকে মোটরবাইকে তুলে নিয়ে যায় দুই যুবক। ওই নাবালিকার বান্ধবী সোহেল খান নামে এক যুবককে চিনতে পারে। বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানালে পরিবারের লোকজন ইংরেজবাজার মহিলা থানায় অভিযোগ জানিয়ে মেয়েকে খোঁজাখুঁজি শুরু করে। পুলিশ রাতে সোহেলের বাড়িতে হানা দিলেও সোহেলকে খুঁজে পায়নি। আজ ভোরে ওই নাবালিকার পরিবারের লোকজনকে ফোন করে শহরের বিএস রোড থেকে মেয়েকে নিয়ে যেতে বলা হয়। ছুটে যান পরিবারের লোকজন। সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে সোহেল খান ও তার বন্ধুর খোঁজে তল্লাশি করছে পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page