top of page

খগেন মুর্মুকে নিয়ে উত্তাল সিপিএম-বিজেপি শিবির

অবশেষে বিজেপিতে যোগদান করলেন হবিবপুরের তিনবারের সিপিএম বিধায়ক খগেন মুর্মু৷ তাঁর দলত্যাগের পরেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম৷ তাঁকে নিজেদের দলে মেনে নিতে পারছে না জেলা বিজেপি নেতৃত্বও৷ রাজনৈতিক মহলের অনুমান, খগেনবাবুকে উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী করা হলে জেলা বিজেপিতে অনেক কিছুই ওলটপালট হয়ে যেতে পারে।


গুঞ্জন চলছে, খগেন মুর্মু উত্তর মালদা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন

আজ দিল্লিতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন হবিবপুরের সিপিএম বিধায়ক৷ এরপরেই তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়৷ সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, খগেন মুর্মু আজ বিজেপিতে যোগ দিয়েছেন৷ দলের পক্ষ থেকে তাঁকে সরাসরি বহিষ্কার করা হয়েছে৷ তাঁর সঙ্গে দলের কেউ আর সম্পর্ক রাখবেন না৷ দলের গঠনতন্ত্র অনুযায়ীই তিনি সরাসরি বহিষ্কৃত হলেন৷ এর আগেও দল থেকে ছোটোবড়ো অনেক নেতা বিভিন্ন প্রলোভনে পড়ে দলত্যাগ করেছেন৷ তাতে কমিউনিস্ট পার্টির কোনও ক্ষতি হয়নি৷


বিজেপিও খগেনবাবুকে নিজেদের দলে খোলা মনে মেনে নিতে পারছে না৷ দলের জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্র বলেন, তাঁর সঙ্গে কোনও যোগাযোগ না করেই খগেন মুর্মুকে দলে যোগ দেওয়ানো হয়েছে৷ বেশ কয়েকদিন ধরে মালদায় গুঞ্জন চলছে, খগেন মুর্মু উত্তর মালদা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন৷ তিনি জানেন না, কে বা কারা তাঁকে নিয়ে এমন স্বপ্ন দেখছেন৷ দলের যে কোনও কর্মীকে দাঁড় করালেই ওই আসনে বিজেপি জিতবে৷ সাধারণ মানুষের সেটাই ধারনা৷ সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিজেপি কি মৌসম নূরকে জেতাতেই ওই আসনে খগেন মুর্মুকে প্রার্থী করছে? এনিয়ে তিনিও চিন্তিত৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page