অনলাইন শপিংয়ে প্রতারিত খগেন মুর্মু, ধৃত এক যুবক
গ্রাহক প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম মোহন হালদার (২৫)। বাড়ি মাধবনগরের তালতলায়। ধৃত যুবকের হেপাজত থেকে উত্তর মালদার সাংসদের অর্ডার করা মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ইংরেজবাজার থানায় অনলাইন শপিংয়ে গ্রাহক প্রতারণার অভিযোগ করেছিলেন। খগেনবাবু জানিয়েছিলেন, তিনি গত ২৩ তারিখ একটি মোবাইল অনলাইনে অর্ডার করেছিলেন। ২৭ তারিখ সেই ফোন বাড়িতে আসে। প্যাকেট খুলতেই তিনি দেখতে পান অন্য একটি ফোনের প্যাকেট। সেই প্যাকেট খুলে দেখেন ভেতরে মোবাইলের জায়গায় দুটি পাথর ভরা রয়েছে। খগেনবাবুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে মোহন হালদার নামে এক যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Comments