কর্মাধ্যক্ষকে পিষে দিল গাড়ি, খুনের অভিযোগ পরিবারের
- আমাদের মালদা ডিজিট্যাল

- Oct 7
- 2 min read
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহাকে পিষে দিল গাড়ি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া সংলগ্ন ইসাদপুর গ্রামে৷ এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন নিহত কংগ্রেস নেতার পরিবারের সদস্যরা৷ এদিকে ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত বিপদ মণ্ডল৷
নিহত নরেন্দ্রনাথ সাহা পেশায় আইনজীবী৷ তিনি চাঁচল মহকুমা আদালত বার কাউন্সিলের সদস্য৷ এই ঘটনায় নরেন্দ্রনাথ ছাড়াও আহত হয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি শেখর সাহা, স্থানীয় তৃণমূল নেতা শশাঙ্ক সাহা, দুই শিক্ষক মনোজকুমার দাস ও পুলক সাহা। শেখরবাবু বর্তমানে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন। শশাঙ্কবাবুকে রায়গঞ্জের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে৷ বাকি দু’জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেলে৷ ঘটনার পর এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে এলাকায় চলছে পুলিশ টহল৷ ঘাতক গাড়িটি আটক করে থানায় নিয়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷
নরেন্দ্রনাথ সাহার স্ত্রী মঞ্জু সাহা জানান, গতকাল রাতে স্বামী বাইরে যাওয়ার কথা বলে। আমি মানা করলেও আমার কথা না শুনে স্বামী বেড়িয়ে যায়। যাওয়ার সময় আমাকে বলে যায়, বাইরে খুব ঝামেলা হয়েছে তাই স্বামীকে হাসপাতালে যেতে হবে। ওদের নাকি খুব মারধর করা হয়েছে৷ তারপরেই জানতে পারি, একটি চারচাকার গাড়ি নাকি স্বামীদেরকে পিষে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, গাড়ির নীচে দুটো বাইক আর চারজন পড়ে রয়েছে৷ আরও দু’জন একটু দূরে রাস্তার উপর পড়ে আছে৷ ঘটনাস্থলেই আমার স্বামী মারা যায়৷ স্থানীয়রা জানায়, বিপদ ঘাতক গাড়িটি চালাচ্ছিল৷ এর আগে বিপদের সঙ্গে আবাস যোজনার ঘর নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল৷ আমার স্বামী গরিব মানুষকে তার হক পাইয়ে দেওয়ার চেষ্টা করত৷ কিন্তু অনেকে মোটা টাকার বিনিময়ে সেই ঘর বিক্রি করত৷ রীতিমতো টার্গেট করে ও আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে৷ আমি দোষীদের শাস্তি চাইছি।

জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে অভিযুক্ত বিপদ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় সে কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments