মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন বাবা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 12, 2019
- 1 min read
Updated: Sep 25, 2020
মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্মশানী গ্রামে।
মৃত বাবার নাম কোফুল মিঁয়া (৬০)। জানা গিয়েছে, গত তিন বছর ধরে কোফুল মিঁয়ার ছেলে জুয়েল মিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তার চিকিৎসাও চলছে। অভিযোগ গতকাল দুপুরে শোয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় কোফুল মিঁয়াকে হাঁসুয়ার কোপ মারে জুয়েল। স্থানীয়রা প্রথমে কোফুল সাহেবকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেলে ভরতি করেন। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কোফুল সাহেবে। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্ত জুয়েলকে আটক করেছে।
ความคิดเห็น