জমি বিবাদ নাকি রাজনৈতিক হিংসা! তদন্তে পুলিশ
১ কাঠা জমি নিয়ে বিবাদের জেরে সালিশি সভায় একই পরিবারের ৩ তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার মাকলপুর গ্রামে। আক্রান্ত বাবা এবং দুই ছেলে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন বরকত সেখ (৫০), সাহেব সেখ (৪৪) এবং সাবার সেখ (৭০)। কালিয়াচক থানার মাকলপুর এলাকায় এক কাঠা পৈতৃক জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। বিরোধ দূর করতে একটি সালিশি সভার আয়োজন করা হয় গ্রামে। সেই সালিশি সভায় যাওয়া নিয়ে সংঘর্ষ বেধে যায় দুই পরিবারের সদস্যদের মধ্যে। সালিশি সভায় লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে তিনজনের উপরে চড়াও হয় কংগ্রেসের সোনু সেখ, আব্দুল সেখ, শামসুল শেখ সহ আরো অনেকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে প্রথমে কালিয়াচক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। তারা তৃণমূল কর্মী বলে জানিয়েছেন। কি কারণে এমন হামলার ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments