অত্যাধুনিক রিভলভার, পাইপগান সহ ধৃত যুবক
চারটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ কাটাঘর সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম মিন্নাতুল্লা শেখ (৩৩)। বাড়ি কালিয়াচকের মুনচেহারপাড়া এলাকায়। ধৃত যুবকের হেপাজত থেকে উদ্ধার হয়েছে দুটি অত্যাধুনিক রিভলভার, দুটি পাইপগান। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ রাতারাতি কোটিপতি লকডাউনে কাজ হারানো বাদ্যযন্ত্রী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments