ধর্মঘটে শামিল হল হরিশ্চন্দ্রপুরের চারশো পাটগোলা শ্রমিক
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের আইএনটিটিইউসি সংগঠনের প্রায় চারশো পাটগোলা শ্রমিক ন্যায্য মজুরি বৃদ্ধি সহ ১৬ দফা দাবিতে শনিবার ধর্মঘট পালন করল। উপস্থিত ছিলেন মালদা জেলা কিষাণ সেলের সাধারণ সম্পাদক জম্বু রহমান, আইএনটিটিইউসি'র পাট শ্রমিক সংগঠনের সভাপতি রাধেশ্যাম বড়াই, পাট শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সাজেমূল ইসলাম ও সভাপতি জাকির হোসেন সহ এলাকার নেতাবৃন্দরা।
মালদা জেলা কিষাণ সেলের সাধারণ সম্পাদক জম্বু রহমান জানান, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প হল পাটশিল্প৷ এই শিল্পের সাথে যুক্ত হাজার হাজার পাটচাষি ও তাদের পরিবার বিপন্ন হয়ে পড়েছে৷ বাজার দরের সাপেক্ষে মজুরি সহ একাধিক দাবিতে আজ শ্রমিককে ধর্মঘটে নামতে বাধ্য হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, সপ্তাহের ৭ দিনই তাদের সামান্য মজুরিতে ১২ ঘণ্টা কাজ করতে হয়। ১২ ঘণ্টা দৈহিক পরিশ্রম করেও শ্রমিকরা ২০০-৩০০ টাকার বেশি উপার্জন করতে পারেন না। অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে অনেক শ্রমিকের শ্বাসকষ্ট ও টিবির মতো মারাত্মক ব্যাধিও দেখা দিয়েছে। কিছু শ্রমিকের প্রাণহানি হলেও এখনও পর্যন্ত সরকারি বা কর্তৃপক্ষের থেকে আর্থিক সাহায্য মেলেনি। এই অবস্থায় বীমা সহ মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে শামিল হয়েছেন শ্রমিকরা।
Comments