করোনায় মৃত ইংরেজবাজারের জয়েন্ট বিডিও
করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হল এক সরকারি আধিকারিকের৷ শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ এই খবর আসার পরে জেলার প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তবে এনিয়ে জেলাশাসক কিংবা প্রশাসনিক কর্তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
মৃত সরকারি আধিকারিকের নাম নাওয়াং থেনডুপ শেরপা৷ গত দেড় বছর ধরে তিনি ইংরেজবাজারের জয়েন্ট বিডিওর দায়িত্বে ছিলেন। বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপরেই তাঁর জ্বর-সর্দি-কাশিও শুরু হয়৷ গত ২৬ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভরতি করা হয়। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত পরশু তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোরে সেই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments