বন্যাপ্রাণী হত্যার অভিযোগে ফিরিয়ে দেওয়া হল ঝাড়খণ্ডি শিকারীদের
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 23
- 1 min read
প্রতি বছর পুজোর মরশুমে ফাঁদ পেতে নীলকণ্ঠ পাখি ধরে শিকারীরা। এবছরও ঝাড়খণ্ড থেকে শিকারীদের দল মালদা জেলায় এসেছে। তবে পাখি ধরার আছিলায় দেদারে বন্যপ্রাণ হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় দেড়শো ঝাড়খণ্ডি শিকারীকে।
জেলা বনাধিকারিক জিজু জেকব জানান, ওই ব্যাধের দলটি ঝাড়খণ্ডের৷ প্রতিদিন সকালের ট্রেনে তারা বৈষ্ণবনগর এলাকায় আসত৷ সারাদিন থেকে সন্ধের ট্রেনে বাড়ি ফিরে যেত৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই দলটির খোঁজে গতকাল অভিযান চালানো হয়। ওই দলটিকে ধরেও ফেলা হলেও তাঁদের হেফাজত থেকে কোনও বন্যপ্রাণি কিংবা পাখি পাওয়া যায়নি৷ বন্যাপ্রাণী না মারার বিষয়টি বুঝিয়ে তাঁদের ফেরৎ পাঠানো হয়েছে।

১৭ মাইল এলাকার বাসিন্দা পরিমল মণ্ডল দাবি করেছেন, ঝাড়খণ্ডি ওই শিকারীরা আমাদের চোখের সামনেই তারা বিভিন্ন ধরনের পশু-পাখি মেরেছে৷ বাড়ি ফেরার সময় তারা শিকার করা পশুপাখি প্রকাশ্যে ঝুলিয়ে নিয়ে যায়৷
আইনজীবী কৃষ্ণগোপাল দাস জানান, এই ধরণের ঘটনায় দোষী ব্যক্তির আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ডও হতে পারে। প্রথমে সাধারণত ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। পরে আবার সেই অপরাধ করলে কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানার শাস্তিও হতে পারে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments