Search
জাতীয় সড়ক অবরোধ ঝাড়খণ্ড দিশম পার্টির
- সব্যসাচী মণ্ডল
- Aug 7, 2020
- 1 min read
Updated: Sep 9, 2020
পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের দুর্নীতি, পুলিশ ও ব্লক প্রশাসনের ওপর একাধিক অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ঝাড়খণ্ড দিশম পার্টি। পুলিশি হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায়। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের পাণ্ডুয়া গ্রামপঞ্চায়েতের আলমপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।
[ আরও খবরঃ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় হাজির মেয়ে ]
পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের দুর্নীতি, পুলিশ ও ব্লক প্রশাসনের ওপর একাধিক অভিযোগ তোলার পাশাপাশি পাঁচ দফা দাবি নিয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হল ঝাড়খণ্ড দিশম পার্টি। সশস্ত্র আদিবাসীদের অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোন দিয়ে নজরদারি চালায় পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
Hozzászólások