টোটোচালকদের পাশে দাঁড়াল ঝাড়খণ্ড দিসম পার্টি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 12, 2019
- 1 min read
Updated: Aug 13, 2020
ঝাড়খণ্ড দিসম পার্টির ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা জেলা টোটো ও ই-রিক্সা চালক ইউনিয়নের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। পুরাতন মালদার মহানন্দা কলোনির তাঁতীপাড়া মাঠে এই সমাবেশে প্রায় ২০০ জন টোটো চালক বিভিন্ন ইউনিয়ন ছেড়ে ঝাড়খণ্ড দিসম পার্টির ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নে যোগদান করেন। টোটো চালকদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সহ সভাপতি মোহন হাঁসদা। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন, আদিবাসী সিঙ্গেল অভিযানের রাজ্য সভাপতি মোহন টুডু, পুরাতন মালদা ব্লকের ব্লক সভাপতি সুনিরাম সরেন।
টোটোচালকদের দাবি, পুরাতন মালদা পুরসভার টোটো(#Toto) ইংরেজবাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না। টোটোচালকরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হলেও তাঁদের সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে তাঁরা এই ঝাড়খণ্ড দিসম পার্টির ট্রেড ইউনিয়নের যোগদান করলেন।
Comments