গঙ্গার ভাঙনরোধের কাজে বখরা দাবি, আক্রান্ত সেচ কর্মী
বোমাবাজিতে আক্রান্ত সেচ দপ্তরের দুই কর্মী। আক্রান্ত দুই সেচকর্মীকে উদ্ধার করে শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূতনির হীরানন্দপুরে সম্প্রতি গঙ্গার ভাঙনরোধের কাজ শুরু হয়৷ সেচ দপ্তরের পক্ষ থেকেই সেই কাজ করা হচ্ছে৷ মোট ৩৬ কোটি টাকার কাজ৷ সেই কাজের জন্য বখরা দাবি করে স্থানীয় কিছু দুষ্কৃতী৷ এনিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল সেখানে৷ আজ সেচ দপ্তরের দুই কর্মী সেই কাজ পরিদর্শনে ভূতনি যান৷ কেশরপুর গ্রামের কাছে দুষ্কৃতীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে৷ বোমার স্প্রিন্টারে আহত হন গাড়ির চালক সহ দুই সেচকর্মী৷ এদিকে বোমার শব্দে লোকজন এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ স্থানীয়রাই আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ভূতনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে নার্সিংহোমে ভর্তি করেন।
Comments