আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন মালদায়
top of page

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন মালদায়

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগ এবং জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আয়োজনে উদযাপিত হল ৫৭তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে পড়ুয়াদের নিয়ে একটি মিছিল টাউন হলে পৌঁছয়। সেখানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানিক সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা, জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক সংগীত সুন্দর মণ্ডল সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান থেকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের হাতে সহায়ক যন্ত্র বিলি করা হয়।



জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক সংগীত সুন্দর মণ্ডল জানান,

২০১১ সাল থেকে এখন পর্যন্ত মালদা জেলায় সাক্ষরতার হার প্রায় ১৪ শতাংশ বেড়েছে। আগামীতে মালদা জেলার সাক্ষরতার হার ১০০ শতাংশ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page