top of page

পোকা ধরা চাল-ডালে রান্না আইসিডিএস সেন্টারে!

আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ তুলে মালদা-মেহেরাপুর রাজ্যসড়ক অবরোধ করল গ্রামবাসীরা। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ।



মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি অঞ্চলের কৃষ্ণপুর গ্রামের ছবিলপাড়ায় একটি আইসিডিএস সেন্টারের নিম্নমানের খাদ্য সামগ্রী অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, পোকা ধরা চাল-ডাল দিয়েই রান্না করে খাওয়ানো হচ্ছে শিশুদের। পচা কলাও শিশুদের বিতরণ করা হচ্ছে ওই অআইসিডিএস সেন্টারে। এরই প্রতিবাদে এদিন আইসিডিএস কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ করা হয় মালদা-মেহেরাপুর রাজ্যসড়ক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page