এক বছর বয়সী শিশুদের নিউমোকক্কাল টিকাকরণের উদ্যোগ
এক বছর বয়সী শিশুদের নিউমোনিয়া সংক্রান্ত জ্বরের প্রকোপ কমাতে নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দুপুরে মালদা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলার প্রতিটি ব্লকের বিএমওএইচ ও বিপিএইচএন নার্সদের ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি, ডেপুটি সিএমওএইচ সব্যসাচী চক্রবর্তী সহ অন্যান্যরা। আগামী অক্টোবর থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা মালদা জেলাতে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments