ব্লক অফিস ঘেরাওয়ের পর জাতীয় সড়ক অবরোধ
যেমন হুঁশিয়ারি, তেমন কাজ। নিজেদের দাবি না মেটায় ব্লক অফিস ঘেরাও করে জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসী মহিলারা। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের আদিবাসী মহিলাদের শূকর ছানা পালন নিয়ে নানা অভিযোগ উঠেছে। সরকারি বিডিওর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তোলেন উপভোক্তারা। গত ৭ এপ্রিল ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। দাবি পূরণ না হওয়ায় আজ ফের ব্লক অফিস ঘেরাও করেন উপভোক্তারা। কিন্তু বিডিও তাঁদের সঙ্গে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মহিলারা।
তাঁদের দাবি, শূকর ছানার পরিবর্তে তাঁরা তাঁদের প্রাপ্য ১২ হাজার ৫০০ টাকা নিতে চান। কিন্তু ব্লক প্রশাসনের তরফে তাঁদের জানানো হয়েছে, তাঁদের প্রতিপালনের জন্য শূকরছানা দেওয়া হবে। এরপর বিডিও নিজেই বাড়ি বাড়ি পৌঁছে দেন শূকর ছানাগুলি। কিন্তু তাঁদের ১২ হাজার ৫০০ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকার শূকর ছানা দেওয়া হয়েছে। এমনকি সেই শূকর ছানাগুলি অসুস্থ। তাঁরা নিজের প্রাপ্য টাকা নিতে বিক্ষোভে সামিল হয়েছেন।
[ আরও খবরঃ উদ্বোধনের পরও তালা চাঁচল বাস ডিপোয়! বিক্ষোভ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments