আদিবাসী যুবতিকে গণধর্ষণ, নির্যাতিতা ছোটো বোনও
আদিবাসী যুবতিকে গণধর্ষণ। শ্লীলতাহানির শিকার নাবালিকা বোন। ঘটনাটি ঘটেছে হবিবপুরের মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েত এলাকায়। মেয়েদের ওপরে নির্যাতনের বিষয়টি জানতে পেরেই অসুস্থ হয়ে পড়েন মা। মেডিকেল কলেজে আনার পথে মৃত্যু হয় ওই মহিলার।
জানা গিয়েছে, গতকাল বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান নির্যাতিতা দুই বোন৷ রাতে বাড়ি ফেরার সময় মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক তাঁদের পথ আটকায়। অভিযোগ, দুই বোনকে রাস্তা থেকে তুলে নির্জন জায়গায় নিয়ে যায় তারা৷ সেখানে বড়ো বোনকে (১৯) ধর্ষণ করে দুই যুবক৷ ছোটো বোনকে আলাদা করে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়। ধর্ষণের পর বড়ো বোন বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানায়। তখনও ছোটো বোন ওই যুবকদের হাতে পাকড়াও হয়েছিল। মেয়ের থেকে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। ঘটনাস্থলে হাতনাতে ধরা পড়ে যায় এক যুবক। খবর পেয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় হবিবপুর থানার পুলিশ। এদিকে, ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা মহিলার মা। তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, নির্যাতিতা দুই বোনের প্রাথমিক চিকিৎসার সঙ্গে শারীরিক পরীক্ষাও করানো হয়েছে৷ এই ঘটনায় জড়িত পাঁচজনের নাম জানা গিয়েছে। ঘটনাস্থল থেকেই শৈলেন মাহাত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি চার অভিযুক্তকেও দ্রুত গ্রেফতার করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments