top of page

পালিত হল মালদার ভারত অন্তর্ভূক্তি দিবস

মালদা জেলার ভারত অন্তর্ভূক্তি দিবস পালিত হল শুক্রবার। আজ সকালে জেলা গ্রন্থাগারের বইবাগানে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি উদ্‌যাপন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা গ্রন্থাগার প্রশাসক প্রসেনজিৎ দাস, বঙ্গরত্ন রাধাগোবিন্দ ঘোষ, জেলা গ্রন্থাগার আধিকারিক সুজিত মিত্র সহ অন্যান্য শিল্পীরা।


উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশ স্বাধীন হলেও মালদায় আকাশে সেই সময় উড়ছিল পাকিস্তানের পতাকা। রাডক্লিফ কমিশনের সিদ্ধান্তে মালদা জেলার ১৬টি থানা চলে গিয়েছিল পূর্ব পাকিস্তানে। ১৩ অগাস্ট রাতে এই ঘোষণা হতেই হতাশা ও আশঙ্কায় ভুগছিলেন জেলাবাসী। শেষ পর্যন্ত জেলার কয়েকজন স্বাধীনতা সংগ্রামী এবং বিদ্বজ্জনের প্রচেষ্টায় ১৬টি থানার মধ্যে ১১টিকে ফের ভারতে ফিরিয়ে দেওয়া হয়। ১৮ অগাস্ট মালদা জেলা প্রশাসনিকভবনে উত্তোলন করা হয় স্বাধীন ভারতের জাতীয় পতাকা। সেই সময় থেকে আজও দিনটিকে মালদা জেলার ভারত অন্তর্ভূক্তি দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page