স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্ঘটনা রুখতে সক্রিয় পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 13, 2021
- 1 min read
স্বাধীনতা দিবসের প্রাক্কালে মালদা শহরের একাধিক শপিংমলগুলিতে তল্লাশি অভিযান চালাল ইংরেজবাজার থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ঢোকার সমস্ত রাস্তা শুরু হয়েছে নাকা চেকিং।
আজ দুপুরে ডিএসপি (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথের নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মালদা শহরের শপিংমলগুলিতে তল্লাশি অভিযান চালায়। প্রশান্ত দেবনাথ জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের একাধিক শপিংমল, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকাগুলি তল্লাশি অভিযান করা হচ্ছে। আজ শহরের বেশ কিছু শপিংমলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। শপিংমল কর্তৃপক্ষগুলোকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। শহরে ঢোকার মুখে এবং জেলা লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে নাকা চেকিং শুরু হয়েছে। পুলিশের এই অভিযান এখন ক্রমাগত চলবে।
[ আরও খবরঃ তৃতীয় ঢেউয়ের মুখে হেলথ ভলান্টিয়ার তৈরি করছে বিজেপি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments