top of page

কুষ্ঠ রুখতে মালদার ব্লকে ব্লকে ঘুরবে ট্যাবলো

কুষ্ঠ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে স্বাস্থ্যকর্মীদের শপথ বাক্য পাঠ করালেন অতিরিক্ত জেলাশাসক অশোককুমার মোদক। পাশাপাশি বৃহস্পতিবার কুষ্ঠ সচেতনতা অভিযানে ট্যাবলোর উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক বিজয় মুখার্জি।



মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কুষ্ঠ সচেতনতা গড়ে তুলতে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপর আনুষ্ঠানিকভাবে কুষ্ঠ সচেতনতা অভিযানে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। এই ট্যাবলো জেলার বিভিন্ন ব্লকে পরিক্রমা করবে।


মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিজয় মুখার্জি জানান, জাতির জনক মহাত্মা গান্ধি সর্বদা দুঃস্থ মানুষদের পাশে থেকে সেবা করেছেন। তাঁর আদর্শকে সামনে রেখে জেলাজুড়ে কুষ্ঠ রোগ নির্মূল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন স্বাস্থ্যকর্মীদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি কুষ্ঠ সচেতনতা অভিযানে ট্যাবলোর উদ্বোধন করা হয়।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page