অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন চাঁচলে
ছয়টি গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে চাঁচল-১ ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতের ইসলামপুর গ্রামে চালু হল উপ-স্বাস্থ্যকেন্দ্র। এখন থেকে ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি টিকাকরণ করা হবে। আপাতত অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই উপ-স্বাস্থ্যকেন্দ্রের পরিসেবা দেওয়া হবে।
আজ দুপুরে উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য। ব্লকের স্বাস্থ্য আধিকারিক আকতার হোসেন জানান, এই কেন্দ্র থেকে মূলত টিকাকরণ ও প্রাথমিক চিকিৎসা পরিসেবা দেওয়া হবে। এতে ছটি গ্রামের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি এখান থেকে পরবর্তীতে টেলি মেডিসিনের মাধ্যমে পরিসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আপাতত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রের সূচনা করা হয়েছে। তবে কেন্দ্র নির্মাণের জন্য স্থানীয় এক ব্যক্তি পাঁচ শতক জমি দান করেছেন। অনুমোদন মিললে পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments