Search
পুরাতন মালদায় শিশু আলয়ের উদ্বোধন
- Mar 3, 2020
- 1 min read
শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে আজ পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কুড়িয়াপাড়া শিশু আলয়ের শুভ উদ্বোধন হল। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিশু আলয়ের উদ্বোধন করলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। পাশাপাশি ওই এলাকার আইসিডিএস কর্মীদের পুরস্কৃত করেন গৌরবাবু। উপস্থিত ছিলেন জেলাপরিষদের এডিএম সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। গৌরবাবু জানান, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে, সঠিক পথে গড়ে তোলা সকলের কর্তব্য।
Comments