মেলেনি টিকিট, নির্দল হিসেবে দেওয়াল লিখন সুতপার সমর্থনে
পুরভোটের টিকিট মেলেনি। নির্দল হিসেবে লড়াইয়ের ময়দানের নামলেন ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুতপা দাস। ইতিমধ্যে তাঁর অনুগামীরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছে।
গত পুরসভা নির্বাচনে ইংরেজবাজারে বেশ কয়েকজন বামফ্রন্টের প্রতীকে জয়লাভ করেছিলেন। দু’জন ছাড়া সকলেই তৃণমূলে যোগদান করেছিলেন। যে দু’জন শাসকদলে নাম লেখাননি তাঁরা হলেন ২৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সুতপা দাস ও ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী দুলালনন্দন চাকি। দুলালবাবুকে বামফ্রন্ট এবারও প্রার্থী ঘোষণা করেছে। ২৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তবে টিকিট মেলেনি সুতপাদেবীর। ২৪ নম্বর ওয়ার্ডে এবার বামফ্রন্টের প্রতীকে লড়াই করতে চলেছেন কৃষ্ণ ঘোষ। বামফ্রন্টের টিকিট না মেলায় ২৪ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে প্রচার শুরু করেছেন সুতপাদেবীর অনুগামীরা। গতকাল থেকেই তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়েছে।
সুতপা দেবীকে প্রার্থী না করার কারণ হিসেবে তাঁর স্বামীকে সামনে রাখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সুতপাদেবীর স্বামী শাসকদলের সঙ্গে বকলমে জুড়ে গিয়েছেন। শহরের বেশিরভাগ সরকারি ও বেসরকারি ঠিকাদারি কাজের বরাত মূলত তিনিই পান। পুর এলাকার বিভিন্ন জলাভূমি বোজানোর ঘটনাতেও বারবার তাঁর নাম সামনে উঠে এসেছে। বাম আমলেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments