মাটি চুরির অভিযোগ সভাধিপতির বিরুদ্ধে
মাটি চুরির অভিযোগ খোদ সভাধিপতির বিরুদ্ধে। এনিয়ে সভাধিপতির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের শ্রমিক সংগঠন, এইএনটিইউসি-র ব্লক সভাপতি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সভাধিপতি।
অভিযোগ, মালদা জেলাপরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বাড়ি তৈরির জন্য চাঁচলের আসরাইল এলাকা থেকে মাটি কেটে নিচু জমি ভরাট করছেন। মাঝরাত থেকে ভোর পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ করাচ্ছেন সভাধিপতি। এনিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা।
স্থানীয় বাসিন্দা আনিজুদ্দিন আহমেদ জানান,
মাটি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। অথচ দেখা যাচ্ছে সভাধিপতির বাড়ি তৈরির জন্য নিচু জমি উঁচু করতে ট্রলির পর ট্রলি মাটি পড়ছে। রাতের অন্ধকারে সেই কাজ হচ্ছে। কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কাজি আতাউর রহমান জানান, এতদিন সাধারণ মানুষ গোরু চোর, কয়লা চোর, এসএসসি চোর দেখেছে। এখন মাটি চোর দেখা যাচ্ছে। জেলাপরিষদের সভাধিপতি খোদ মাটি চুরি করে নিয়ে আসছেন। এনিয়ে তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সভাধিপতি। তাঁর দাবি, প্রশাসনের নির্দেশে সব জায়গায় মাটি কাটা বন্ধ রয়েছে। ভিডিয়ো ফুটেজে কোথাও আমার বাড়িতে মাটি পড়ার কোনও ছবি নেই। বিরোধীরা নিজেদের মতো অভিযোগ করতেই পারে। পুলিশ অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments