top of page

হরিশ্চন্দ্রপুরে ৩ বছরের একমাত্র মেয়ের গলা কেটে খুন করল মা

তিন বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করল মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে। নিহত শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ।


In-Harishchandrapur-mother-killed-daughter-by-cutting-her-throat
নিহত শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি

নিহত শিশুর নাম আতিফা খাতুন (৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহনপুরের বাসিন্দা সাহেব আলি পেশায় দিনমজুর। সাহেব প্রথমে স্থানীয় বেগম বিবিকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। বেগম বিবির মৃত্যুর পর কুমেদপুর এলাকার মানোয়ারা বিবিকে বিয়ে করেন সাহেব। আতিফা মানোয়ারার একমাত্র সন্তান। এদিকে, সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা আলাদা থাকতে শুরু করেন। আজ দুপুরে সাহেব বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সময় শোওয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে। এরপর প্রতিবেশীর বাড়িতে খাবার খেতে চান তিনি। পরে নিজেই সমস্ত ঘটনা প্রতিবেশীকে জানান মানোয়ারা। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।



প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মানসিক ভারসাম্য হারিয়ে এই ঘটনা ঘটিয়েছে মানোয়ারা। আপাতত মানোয়ারাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


[ আরও খবরঃ জরাজীর্ণ আবাসনে থেকে পরিসেবা দিচ্ছেন পুলিশকর্মীরা ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page