মর্মান্তিক ঘটনা, খেলতে খেলতে জলাশয়ে পড়ে মৃত্যু শিশুর
খেলতে খেলতে বাড়ির পাশের জলাশয়ে পড়ে মৃত্যু হল এক শিশুর। অল্পের জন্য প্রাণে বাঁচল আরেক শিশু। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের পর্বতারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পর্বতারা এলাকায় বাড়ির পাশে দুই শিশু খেলতে গিয়েছিল। হঠাৎ দুজনেই জলাশয়ে পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা এক শিশুকে উদ্ধার করে। কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয় দ্বিতীয় শিশুকে।
মৃত শিশুর পিতা লক্ষ্মীরাম টুডু জানিয়েছেন, সকালে বাড়ির কাছেই খেলা করছিল দুই শিশু। কিছু সময় পর বাড়ির পাশে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের একটি জলাশয় থেকে এলাকাবাসীরা ভাইয়ের কন্যা সন্তান রাধিকা টুডুকে জলাশয় থেকে উদ্ধার করেছে। সন্ধেয় তার পুত্রসন্তান বাবুলাল টুডুকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments