অবৈধ টোটো ধরপাকড় পুলিশের, সকাল থেকে যানজট মুক্ত শহর
- Feb 1, 2020
- 1 min read
নির্দেশিকা অনুযায়ী অবৈধ টোটো ধরপাকড় অভিযানে নামল জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে রথবাড়ি মোড়, পোস্ট অফিস মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তারা নম্বরবিহীন অবৈধ টোটো ধরপাকড় চালায়। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে মালদা শহরে অবৈধ টোটো চলাচল বন্ধের নির্দেশিকা দিয়েছিল জেলা প্রশাসন। সেই নির্দেশিকা অনুযায়ী ধরপাকড় অভিযান চালানো শুরু হয়। বেশ কয়েকটি অবৈধ টোটো (#Toto) প্রশাসনের কর্তারা পাকড়াও করে। প্রশাসন সূত্রে জানা গেছে, পাকড়াও করা টোটোগুলি পরবর্তী সময়ে ভেঙে ফেলা হবে। এদিকে, শহরে বেআইনি টোটো চলাচল না করায় সকাল থেকে যানমুক্ত শহর উপভোগ করেছে শহরবাসী।
Opmerkingen