top of page

বাড়ছে অবৈধ মদ ব্যবসা, ওল্ড মালদায় আটক দুই মহিলা

বেআইনি মদ বিক্রি করতে এসে প্রমীলা বাহিনীর হাতে আটক দুই মহিলা। এমনকি পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব স্থানীয় এলাকার শতাধিক মহিলা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদ বিক্রির আখড়া গজিয়ে উঠেছে। তার সঙ্গে জুয়া এবং গাঁজার ঠেক রমরমিয়ে চলছে। আর এই চক্রের খপ্পরে পড়ে এলাকার পুরুষেরা সব হারিয়ে ফেলছেন। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বাড়ির মহিলাদের। এনিয়ে বেশ কিছুদিন ধরে এলাকার প্রমীলাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার সারদা কলোনি এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করতে আসা দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে প্রমীলা বাহিনী। পরে ওই দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page