top of page

পুলিশ হাসপাতালের উদ্বোধনে আইজি

সংস্কারের পর নতুন করে উদ্বোধন করা হল পুলিশ হাসপাতালের। আজ সকালে মালদা পুলিশ লাইনে এই হাসপাতালের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি ডিপি সিং। উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, পুলিশসুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত পুলিশসুপার অমিতকুমার শাহ সহ অন্যান্যরা।


পুলিশসুপার জানান, আজ উত্তরবঙ্গের আইজি পুলিশ হাসপাতালের উদ্বোধন করেছেন। এই হাসপাতালে ওপিডি বিভাগ ছাড়াও থাকছে ফিজিওথেরাপি সেন্টার ও কাউন্সেলিং সেন্টার। অত্যাধুনিক মেশিন নিয়ে এসে আগামী দিনে এই হাসপাতাল থেকে আরও পরিসেবা দেওয়ার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি আজ বামনগোলা থানার অন্তর্গত নালাগোলা পুলিশ ফাঁড়িকে সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। হবিবপুর এলাকায় আজ বই বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page