নেতাদের প্রবেশ নিষিদ্ধ, গ্রামে পড়ল পোস্টার
top of page

নেতাদের প্রবেশ নিষিদ্ধ, গ্রামে পড়ল পোস্টার

পাকা রাস্তা ও পানীয় জলের সমাধান না হলে গ্রামে নেতাদের প্রবেশ নিষেধ। এমনই পোস্টার পড়ল ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের মিরাদল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে ইংরেজবাজারে।


মিরাদল এলাকার বাসিন্দাদের অভিযোগ, হজরত নগর থেকে আজিমপুর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকায় কাদা ভরে যাচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। বারবার বিষয়টি পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে। কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। এলাকায় পানীয় জলের সমস্যাও রয়েছে। পঞ্চায়েত থেকে কোনো কাজ না হওয়ায় গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে এলাকায় কোনো নেতাকে ঢুকতে দেওয়া হবে না।


ঘটনাপ্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন,

এই পোস্টার আগেই দেওয়া উচিত ছিল গ্রামবাসীদের। এরপর গ্রামে শাসকদলের নেতারা গেলে জনগণ তাদের তাড়া করে গ্রামছাড়া করবে।


জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কেন ওই এলাকায় রাস্তা এখনও হয়নি দলীয়ভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের কাছে রাস্তা করে দেওয়ার জন্য আবেদন জানানো হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page