চাঁচলের দ্বিতীয়-তৃতীয় স্থানের লড়াই করছে বিজেপি-কংগ্রেস, মন্তব্য তৃণমূল প্রার্থীর
top of page

চাঁচলের দ্বিতীয়-তৃতীয় স্থানের লড়াই করছে বিজেপি-কংগ্রেস, মন্তব্য তৃণমূল প্রার্থীর

আমার কোনো প্রতিদ্বন্দ্বী এখনো খুঁজে পাইনি। শুনতে পাচ্ছি কংগ্রেস ও বিজেপি নাকি লড়াই করছে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে। প্রচারে বেরিয়ে এমনই বক্তব্য চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষের।


বুধবার চাঁচলের সাপ্তাহিক হাটে জনসংযোগ বাড়াতে নির্বাচনি প্রচার চালান তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ। এদিন তিনি হাটের সকল ক্রেতা ও বিক্রেতাদের কাছে হাজির হয়ে ভোট প্রার্থনা করেন।



পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুরো এলাকার মানুষের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কয়েক বছর ধরে চাঁচল বিধানসভার পরিবর্তন চাইছে জনসাধারণ। তাই এবার চাঁচল বিধানসভায় নিশ্চিত পরিবর্তন হবে এবং জনগণ সঠিক রায় দিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসবে। তিনি আরও জানান, রাজ্যের ২৯৪টি আসনে তৃণমূলের প্রার্থী একজন। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাঁর প্রতিনিধি। প্রতিনিধি হয়ে আমরা ভোট প্রচারে নেমেছি। তবে চাঁচল বিধানসভায় এখনো পর্যন্ত আমার কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাইনি। শুনতে পাচ্ছি, কংগ্রেস ও বিজেপি এই বিধানসভায় দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page