top of page

বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ, বধূকে খুনের অভিযোগ

দাবি অনুযায়ী টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে।



মৃত স্ত্রীর নাম হাসিনা খাতুন (২২)। হাসিনার বাবা তাজামুল সাইয়ের অভিযোগ, তিন বছর আগে হরিশ্চন্দ্রপুরের সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ কলিমুদ্দিনের সাথে বিয়ে হয়। শেষ সময় পনের টাকা বাবদ ২ লক্ষ ২৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল। এরপরেও বিভিন্ন সময়ে মেয়েকে বাড়ি থেকে টাকা নিয়ে যেতে চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। টাকা আনতে রাজি না হলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করা হত। গতকাল রাতে ফোন মারফত তাঁর জানতে পারেন হাসিনা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, মেয়ে তার শোবার ঘরের খাটে মৃত অবস্থায় শুয়ে আছে। গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। তাঁরা নিশ্চিত হাসিনাকে খুন করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানায় তাঁরা মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page