Search
প্রাক্তন স্ত্রীকে ছুরির কোপ, ধরতে গিয়ে আক্রান্ত জামাইও
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 18, 2023
- 1 min read
বিবাহ বিচ্ছেদ পরেও বিবাদের জেরে ছুরি দিয়ে কোপ মেরে প্রাক্তন স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। যুবককে ধরতে গিয়ে ছুরিকাহত হয়েছেন ওই গৃহবধূর জামাইও। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দিতে থাকে। ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের মীরচক এলাকায়।

আক্রান্ত গৃহবধূর নাম লিজা খাতুন। জানা গিয়েছে, সম্প্রতি তাঁর স্বামী অমিত শেখের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় লিজার। অভিযোগ, গতকাল রাতে নেশা করে অমিত শুশুরবাড়িতে গিয়ে লিজাকে একাধিক ছুরির কোপ মারে। চিৎকারে জামাইবাবু দিলীপ শেখ ছুটে এলে অমিত পালানোর চেষ্টা করে। ধাওয়া করে রাস্তার মোড়ে অমিতকে ধরে ফেলেন ওই গৃহবধূর জামাইবাবু। সেখানে জামাইবাবুকেও ছুরির কোপ মারে অমিত। এরপর স্থানীয় বাসিন্দারা অমিতকে ধরে গণধোলাই দিতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অমিতকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনজনই মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments