top of page

স্ত্রীর শ্লীলতাহানি করে স্বামীকে অপহরণের অভিযোগ মালদা শহরে

স্ত্রীর শ্লীলতাহানি করে স্বামীকে অপহরণের অভিযোগ শ্রমিক সরবরাহকারী দুই ঠিকাদারের বিরুদ্ধে। টাকা না দিলে অপহৃত স্বামীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন নির্যাতিতা স্ত্রী। গত সোমবারই এনিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ নির্যাতিতার আইনজীবীর।


ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন ওই দম্পতি। তাঁদের আসল বাড়ি ইংরেজবাজারের সাতঘরিয়া এলাকায়। নির্যাতিতা মহিলার দাবি, সোমবার বেলা এগারোটা নাগাদ শ্রমিক সরবরাহকারীরা বাড়িতে এসে টাকা দাবি করে। ওরা জানায়, ওরা নাকি স্বামীকে ৭১ হাজার টাকা দিয়েছিল। কিন্তু ওরা স্বামীকে কোনও টাকা দেয়নি। টাকা দিতে অস্বীকার করলে ওরা স্বামীকে মারধর করতে থাকে। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা আমার শ্লীলতাহানি করে। এরপর দুষ্কৃতীরা স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। রাতের মধ্যে টাকা না দিতে পারলে ওরা স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। গতকালই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ এখনও আমার স্বামীকে উদ্ধার করতে পারেনি।


ree

আইনজীবী আসিফ হোসেন জানান, গতকাল সকালে মিঠুন এবং বানিউদ্দিন নামে দু’জন দুষ্কৃতী দলবল নিয়ে ওই মহিলার বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতীরা জোরপূর্বক টাকা দাবি করতে থাকে। টাকা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা ওই দম্পতিকে মারধর করতে শুরু করে। ওই মহিলার শ্লীলতাহানি করে ওনার স্বামীকে তুলে নিয়ে যায়। রাতের মধ্যে টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়েছে। গতকালই এনিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page