কন্যা সন্তান হওয়ায় স্ত্রী সহ মেয়েকে ছেড়ে পালাল স্বামী
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 3, 2021
- 1 min read
Updated: Dec 4, 2021
কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে নার্সিংহোমে ফেলে পালানোর মতো লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল মালদা। অবশেষে ২২ দিন পর জেলা পুলিশের তৎপরতায় ও নার্সিংহোম কর্তৃপক্ষের উদ্যোগে তাদের নিয়ে যাওয়া হল হোমে।
নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, গত ১২ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি হন পূজা মার্ডি (২১)। তাঁর স্বামী সুরাজ বেসরা পেশায় শ্রমিক। তাঁরা বালুরঘাটের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। নার্সিংহোমে একটি কন্যা সন্তানের জন্ম দেন পূজা।
এরপরই গত ২২ দিন ধরে পরিবারের কোনও সদস্য তাঁর সাথে দেখা করতে আসেনি। এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তাঁর পরিবারের লোকজন পুত্র সন্তান চেয়েছিল কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণেই তাঁকে এই নার্সিংহোমে ফেলে রেখে চলে গিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। নার্সিংহোম কর্তৃপক্ষ জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাঁকে মালদার হোমে রাখার ব্যবস্থা করে।
[ আরও খবরঃ নির্বাচনের আগে দুই পুরসভায় অবজারভার নিয়োগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários