top of page

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক স্বামী

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ির অচিনতলা গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।


মৃত গৃহবধূ নাম পারভিন বিবি (২৮)। জানা গেছে, দুই বছর আগে অচিনতলা গ্রামের সেলিম খানের সঙ্গে বিয়ে হয় পারভিন খাতুনের। বিয়ের এক বছর পর এক পুত্রসন্তান হয় তাঁদের। বর্তমানে পারভিন খাতুন তিন-চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ, গত এক বছর ধরে পণ নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। বাবার বাড়ি থেকে দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্য পারভিনকে চাপ দেওয়া হত বলে অভিযোগ। আজ সকালে পারভিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



পারভিনের বাবা মঈনুদ্দিন শেখের অভিযোগ, তাঁর জামাই সেলিম খান ও পরিবারের লোকজন তাঁর মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page