জমিতে লাঙল দিতে গিয়ে উঠে এল নর কঙ্কাল
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 6
- 1 min read
জমিতে লাঙল দিতে গিয়ে মাটির নিচ থেকে উঠে এল নর কঙ্কালের বিভিন্ন অংশ। কৌতুহলবশত আরও মাটি খুঁড়তেই উঠে আসে বড়ো আকারের একটি ছুরিও। এরপরেই ভয়ে জমি ছেড়ে গ্রামে ছুটে সকলকে ঘটনার কথা জানান ওই চাষি। খবর দেওয়া হয় পুলিশে। তবে দুপুর দেড়টা পর্যন্ত এলাকায় দেখা মেলেনি পুলিশের। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রতুয়ায়।
রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া গ্রামের পূর্ব মাঠ এলাকায় এদিন জমিতে লাঙল দিচ্ছিলেন মহম্মদ জাহিরুদ্দিন। প্রতি বছরই তিনি এই জমিতে পাট ও কলাই চাষ করেন৷ পাট কেটে নেওয়ার পর কলাই চাষের জন্য জমিতে লাঙল দিচ্ছিলেন তিনি। সেই সময়ই নর কঙ্কাল উঠে আসে। তবে এনিয়ে কেউ সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কাকা কোনও মানুষকে খুন করে ওই এলাকায় মাটি চাপা দিয়ে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, এখানে মানুষের একটা মুণ্ডু আর কিছু হাড়গোড় দেখা গিয়েছে। এসব কোথা থেকে এল তা জানা নেই। এখানে যাদের জমি রয়েছে তারা নিয়মিত জমিতে আসে কিনা জানা নেই।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ আলমগীর জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখি, নর কঙ্কাল পড়ে রয়েছে৷ সেখানেই একটি ছুরি ও ওষুধ পড়ে থাকতে দেখা গিয়েছে। আমার অনুমান, এই ঘটনার পেছনে খুনের মতো অপরাধ লুকিয়ে থাকতে পারে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করুক৷ প্রয়োজনে কঙ্কালের ডিএনএ টেস্ট করা হোক৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments