পাটের জমি থেকে উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল, আতঙ্ক চাঁচলে
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jun 24
- 1 min read
পাটের জমি থেকে বস্তাবন্দি নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চাঁচলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল মহকুমা ও থানার পুলিশ আধিকারিকরা। নরকঙ্কাল উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। এদিকে, এই খবর চাউর হতেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
চাঁচল ১ নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের নদীসিক গ্রামের বাসিন্দা সায়েদ আলি৷ গ্রামেই তাঁর জমি রয়েছে। আজ দুপুরে ওই জমিতেই পাট কাটতে গিয়েছিলেন সায়েদ। পাট কাটতে গিয়ে তিনি দেখেন, একটি শিয়াল বস্তাবন্দি একটি লাশ খাচ্ছে। ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনেন সায়েদ। খবর দেওয়া হয় পুলিশেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দুকুমার কুণ্ডু৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা৷
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। দেখি, ওই লাশ পচে কঙ্কাল হয়ে গিয়েছে। এটা ছেলে না মেয়ের দেহ তাও বলা সম্ভব নয়। ১০-১২ দিন আগে বৈরগাছি থেকে আমার এক ভাগ্নি নিখোঁজ হয়ে গিয়েছে৷ ভাগ্নির শ্বশুরবাড়ির লোকজন সবাই ফেরার৷ সেই ঘটনাতে পুলিশে অভিযোগ দায়েরও করা হয়েছে। আমি ভাগ্নির বাবা-মাকে ফোন করে হাসপাতালে আসতে বলেছি৷ তাঁরা যদি পোশাক বা অন্য কিছু দেখে বুঝতে পারেন, এটা ভাগ্নির দেহ নাকি অন্য কারও।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মতিউর রহমান জানান, কঙ্কালটিতে চামড়া বা মাংস কিছুই নেই৷ শুধু হাড়গুলো রয়েছে৷ দেহের অর্ধেক অংশ বস্তায় ঢোকানো ছিল৷ এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ খবর পেলাম, কঙ্কালের পাশ থেকে একটি মহিলাদের চুড়ি ও কিছু খুচরো টাকা পাওয়া গিয়েছে৷ জমির অন্য কোথাও দেহাংশ পড়ে রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। নিরাপত্তা বাড়াতে এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েনের আবেদন জানাচ্ছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments