Search
বিপুল টাকা উদ্ধার কালিয়াচকে, ধৃত ২ মাদক কারবারি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 2, 2023
- 1 min read
মাদক কারবারের ৩৩ লক্ষ ৩ হাজার ১০০ টাকা সহ দুই ভাইকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম জসিমুদ্দিন আহমেদ ওরফে আলম ও রবিউল ইসলাম ওরফে রাব্বি। ধৃতদের বাড়ি কালিয়াচকের মোজমপুরে। কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা তথা ধৃতদের চাচাতো ভাই ইব্রাহিম ওরফে রাজু ব্রাউন শুগার কারবারের সঙ্গে যুক্ত। রাজু এই কারবারের টাকা ধৃতদের কাছে রাখত। সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ হানা দিয়ে জসিমুদ্দিন ও রবিউলকে গ্রেফতার করে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি, গাড়িতে আগুন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments