বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর গুলি ও বন্দুক, গ্রেফতার ১
গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। ধৃতকে আজ ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত ব্যক্তির নাম তৈমুর শেখ। বাড়ি মানিকচকের বালুটোলা এলাকায়। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ তৈমুর শেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় একটি ৯ মিলিমিটারের পিস্তল, দুটি মাসকেট, একটি পাইপগান, একটি চাকু, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ম্যাগাজিন।
মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কেন মজুত করেছিল তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários