গাজোল থেকে উদ্ধার বিপুল পরিমাণে মাদক
বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করল আফগারি দফতর। তবে এই ঘটনায় গ্রেফতারির কোনও খবর নেই।
গতকাল রাতে গাজোল থানার পুলিশ ও আফগারি দফতরের উদ্যোগে যৌথভাবে হানা দেওয়া হয় গাজোল ব্লকের বিভিন্ন এলাকায়। চারটি ভিন্ন ভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় ৮০ লিটার চোলাই মদ, ৬০০ লিটার চোলাই মদ তৈরির সামগ্রী, ১১ লিটার দেশি মদ ও বিয়ার। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা।
গাজোল আফগারি সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণুপদ দাস জানান, মালদা জেলা আবগারি দফতর ও গাজোল থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। বেশ কিছু এলাকা থেকে মাদক উদ্ধার হয়েছে। তবে পুলিশি অভিযানের টের পেয়ে বিক্রেতারা পালিয়ে গিয়েছে। অবৈধভাবে মাদক তৈরি ও বিক্রির ক্ষেত্রে আফগারি দফতরের অভিযান চলতে থাকবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare