বসতবাড়ির পাশাপাশি অগ্নিকাণ্ডে ভস্মীভূত আবাস যোজনার টাকা
আবাস যোজনার টাকায় পাকা বাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন। টাকা হাতে পাওয়ার পর স্বপ্নের আরও কাছে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি। এক রাতেই যেন স্বপ্ন ভেঙে চূরমার। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি সহ আবাস যোজনার টাকা। ঘটনাটি ঘটেছে চাঁচল ২ ব্লকের সাহুরগাছি গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহুরগাছি গ্রামের বাসিন্দা কুরবান আলি সম্প্রতি আবাস যোজনার টাকা হাতে পেয়েছিলেন। সেই টাকা দিয়ে বসতবাড়িকে পাকা করার কথা ছিল। গতকাল রাতে খাবার পর পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তাদের গায়ে তাপ অনুভূত হয়। ঘুম ভাঙতেই চোখের সামনে আগুন জ্বলতে দেখেন তাঁরা। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রা পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই বাড়ি। খবর পেয়ে আজ সকালে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ও মালদা জেলাপরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। ওই পরিবারকে সরকারিভাবে সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।
কুরবান আলি জানান, ঘরে আবাস যোজনার ৪৫ হাজার টাকা মজুত ছিল। ধান, পাট, খাদ্য সামগ্রী, আসবাবপত্র সহ নগদ টাকাও ভস্মীভূত হয়ে গিয়েছে। আপাতত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
[ আরও খবরঃ ডাকাতির আগেই অস্ত্রসস্ত্র সহ ধৃত দুই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments