গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতোয়ালি পঞ্চায়েতের টিপাজনি গ্রামে।
মৃত বধূর নাম সামিমা বিবি (২০)। তিন বছর আগে সামিমা বিবির বিয়ে হয় গ্রামের বাসিন্দা কাদির শেখের সঙ্গে। কাদির শেখ পেশায় শ্রমিক। তাঁদের একটি দুই বছরের একটি পুত্র সন্তান আছে। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই গৃহবধূর উপর অত্যাচার চালাত শাশুড়ি ভালিয়া বেওয়া ও তাঁর স্বামী। অভিযোগ, বৃহস্পতিবার সকালে ফের অত্যাচার শুরু হয়। সেই সময় গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। খবর পেয়ে বাবার বাড়ির লোকেরা অগ্নিদগ্ধ বধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments