স্বামীকে বাঁচাতে এগিয়ে এসে গুলিবিদ্ধ স্ত্রী
top of page

স্বামীকে বাঁচাতে এগিয়ে এসে গুলিবিদ্ধ স্ত্রী

দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হলেন এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় এখন তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার নয়াগ্রাম এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়

গুলিবিদ্ধ মহিলার নাম বাবলী খাতুন (১৯)। স্বামী মুন্না শেখ। বাড়ি কালিয়াচক থানার জালালপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই দম্পতি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নয়াগ্রাম এলাকায় চার-পাঁচজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। তাঁদের সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা লুঠ করে মুন্নাকে মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন বাবলী। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেই গুলি বাবলীর বাম হাতে লাগে। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। আক্রান্ত বধূর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রতীকী ছবি।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page