শিশু খুনে গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jan 11, 2021
- 1 min read
Updated: Dec 9, 2021
সাত বছরের শিশুকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারার অভিযোগে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত।
ওই গৃহবধূর নাম আদুলি বিবি। গত ২০১৭ সালের ২৮ মার্চ গাজোলের বড়োগাছি এলাকায়। ওই গৃহবধূ দেওর ইয়াসিন আলিকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে হত্যা করে বলে অভিযোগ ছিল। সেই ঘটনার তদন্তে নেমে গাজোল থানার পুলিশ ওই গৃহবধূকে গ্রেফতার করে। আজ মালদা জেলা আদালতে ওই গৃহবধূকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক ওই গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
[ আরও খবরঃ টাকা না পেয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত সহকর্মী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments