top of page

মধ্যরাতে নৌকাডুবিতে মৃত্যু গৃহবধূর

মেলা দেখে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের জগন্নাথপুর এলাকায়। শনিবার সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত মহিলার নাম রানি সাহা (৩০)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে৷ এই সময় চাঁচলের দইভাত্তা গ্রামে রাসমেলা চলছে৷ ইটাহার এলাকার অনেকেই মহানন্দা নদী পেরিয়ে সেই মেলা দেখতে আসেন৷ গতকাল বিকেলে স্বামী ও ছেলের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন রানি। রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার সময় একটি ডিঙি নৌকা জুটে যায়৷ তাঁরা তিনজন সেই নৌকায় করে বাড়ির দিকে রওয়ানা দেন৷ জগন্নাথপুর ঘাট থেকে নৌকা মাঝনদীতে পৌঁছোলে হঠাৎ জলের তোড়ে নৌকা ডুবে যায়৷ তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নদীতে তলিয়ে যান রানি৷ খবর পেয়ে শনিবার সকাল থেকে তাঁর খোঁজে নদীতে তল্লাশি চালাতে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তর৷ অবশেষে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ কুণ্ডু জানান, ২০১৯ সালের নৌকাডুবির পর থেকে জগন্নাথপুর ঘাট বন্ধ রয়েছে৷ কিন্তু প্রশাসনের সেই নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই এই ঘাটে বেআইনিভাবে যাত্রী নিয়ে নৌকা চলাচল করছে৷ প্রশাসনের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন এখানে জেটির তৈরি করে নিজেদের লোক মারফৎ পারাপারের ব্যবস্থা করুক অথবা এখানে একটি ব্রিজ তৈরি করুক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

 

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page