গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ
গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মানিকচকের এনায়েতপুরের মোমিনটোলা এলাকায়।
মৃত গৃহবধূর নাম ফুলসানা বিবি (২৮)। বাড়ি রতুয়ার ভাদো গ্রামে। জানা গিয়েছে, ৮ বছর আগে এনায়েতপুরের মোমিনটোলা গ্রামের পেশায় দিনমজুর জিয়াউল আনসারির সঙ্গে বিয়ে হয় ফুলসানার।
মৃত গৃহবধূর বাবা জায়নুল সেখের অভিযোগ, বিয়ের পর থেকে মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি চলছিল। মেয়েকে অকারণে মারধর করা হত। মানসিকভাবেও অত্যাচার করা হত। এনিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভাও বসে গ্রামে। গতকাল রাতে তাঁরা জানতে পারেন, ফুলসানা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু তাঁদের অনুমান শ্বশুরবাড়ির লোকেরা জোর করে কীটনাশক খাইয়ে ফুলসানাকে মেরে ফেলেছে। এই ঘটনায় জামাই সহ শ্বশুরবাড়ির ৮ জনের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
[ আরও খবরঃ তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments