জল থৈ থৈ করছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে
জমা জলেই চলছে হাসপাতাল পরিসেবা। গত দুদিনের বৃষ্টিতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল জলে থৈ থৈ। গোড়ালি জলেই চলছে চিকিৎসা পরিসেবা। সমস্যায় পড়েছেন রোগী সহ পরিজনেরা। অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার জেরে এই অবস্থা বলে অভিযোগ রোগীর পরিজনদের। নিকাশি ব্যবস্থার দ্রুত সংস্কারের দাবি তুলেছেন রোগীদের পরিজনেরা।
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীর আত্মীয় জানান, গত দুদিনের বৃষ্টিতে হাসপাতাল চত্বরে জল জমেছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ এখনও জল নিকাশির জন্য কোনও উদ্যোগ নেয়নি। স্বভাবতই জমা জলে প্রভাব পড়েছে চিকিৎসা পরিসেবায়। হাসপাতালের নিকাশি ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবিও তুলেছেন তিনি।
Comments